Tuesday 7 January 2014

দেখতে হবে অন্য আলোয় - ০

আমি অনেক অনেক দিন থেকে একটি প্রশ্নের উত্তর খুজে বেড়িয়েছি , কেন বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনা শুনতে পাওয়া যায় ?
আমার অনুসন্ধান আর উপলব্দি তুলে ধরছি ...
আমি গত এক যুগে আমার অঞ্চলে তথাকথিত সংখ্যা লঘু নির্যাতনের একটি ঘটনাও শুনিনি একমাত্র জাতীয় পর্যায়ে আওয়ামীমনা গেলো গেলো প্রচার ছাড়া আমাদের পারিবারিক বন্ধু , আমাদের বন্ধুদের বন্ধু , আমাদের প্রতিবেশিদের মধ্যে , কর্মস্থলে , শিক্ষা প্রতিস্টানে , সরকারী সেবা সমুহে চোখে পড়ার মতো ভীন্ন মতাবলম্বি পেয়েছি আমি তাদের কে কোনদিনও নির্যাতন করতে হবে এমন ভাবনাই আসে নাই এমন অনেক ক্ষেত্রে পেয়েছি হিন্দু বিশ্বাসের মানুষজন তুলনামুলক এগিয়ে আছেন মাগরেবের আযান যখন হতো আমরা উলুধ্বনি শুনতে পেতাম , রথের যাত্রায় শহর জুড়ে সব মানুষ মিলে মিশে একাকার হয়ে যেতেন পাড়ায়-মহল্লায় সামাজিক সিধ্বান্তে সমান অংশ গ্রহণ করতে পারতেন , নিজ পছন্দের রাজনৈতিক দল/ মত চর্চা করতেন তবে এই রাজনীতিক স্টান্ট গুলো কোথা থেকে আসে আর কেনো আসে ?
যেতে হবে একটু পেছনে , আর ভাবতে হবে সবচেয়ে জরুরী প্রশ্নটি নিয়ে ...
এই প্রচারে কারা লাভবান হচ্ছেন অথবা কারা এই সবের পেছনে কলকাঠি নাড়েন এবং বুঝতে হবে বাংলাদেশের সামাজিক , রাজনীতিক , অর্থনীতিক অবস্থা বাংলাদেশের মানুষের মনস্তাত্তিক আলোচনাও জরুরী
স্বাধীনতার পর থেকে যে সব যায়গায় তথাকথিত সংখ্যালঘু নির্যাতনের ঘটনা শুনা যায় তন্মধ্যে বরিশাল , বিক্রমপুর , ফরিদপুর উল্লেখযোগ্য গত চার দশক ধরে যারা হিন্দু ধর্মাবলম্বিদের রাজনীতিক রক্ষিতা , পোষ্য বা ভোট ব্যাঙ্ক করে রেখেছে তাদের জবাব দিতে হবে কেন এসব হয় , কি তারা করেছেন আর কেনই বা বরিশাল , বিক্রমপুর , ফরিদপুর অঞ্চলে সবচেয়ে বেশি এই ধরণের ঘৃণ্য ঘটনা চলে আসছে
কেনো শুধু নির্বাচন আসলেই এমন হীন প্রচার বেড়ে উঠে ? নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে এসব কাদের স্বার্থে করা হয় ? হিন্দু ধর্মাবলম্বিদের নিজেদেরই সামনে আসতে হবে এবং রুখে দিতে হবে যারা তাদের নিয়ে রাজনীতিক সওদা করে ফেরেন
যে প্রশ্নবিদ্ধ্ব নির্বাচন নামের ডাকাতি হয়েছে তার আয়োজক, ভারত ইসলামফোবিক শ্রেণী গোষ্টির আদর্শগত পরাজয় কে প্রলেপ দিতেই এমন জঘণ্য কাজ করা হচ্ছে তা বলা অমুলক হবে না মনে রাখতে হবে এই সেই হাসিনা যিনি বিগত সরকারের সময় দেশে বিদেশে বাংলাদেশে সংখ্যা লঘু নির্যাতন হচ্ছে মন্ত্র ফেরি করেছেন , আর এর মুল্য আমরা জাতী হিসেবে দিয়েছি নির্বাচনের ভরাডুবি এবং জালিয়াতী থেকে সাধারণ মানুষ বিশ্ববাসির নজর সড়াতে এমন কাজ যে করছেন না তা কে নিশ্চিত করবে যদি ধরে নেওয়া হয় , বি এন পি করেছে তবে খুজতে হবে , সারা দেশে যেসব মানুষ ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছেন তাদের কতো ভাগ হিন্দু ভোটার রয়েছেন আর তারা কি প্রভাব ফেলতা পারেন ?
যারা ভাবছেন আওয়ামীলীগের ভোট ব্যাঙ্ক কেনো আওয়ামীলীগ নস্ট করবে তাদের কে ভাবতে হবে এমন নাজুক রাজনীতিক পরিস্থিতিতে কেনো এমন ভয়ঙ্কর হীন কাজ বি এন পি করবে ?
এটি যে একটি হাস্যকর রাজনীতিক নাটক তার প্রমাণ হিসাবে বলা যায় , প্রতি নির্বাচনেই ইলেক্ট্রনিক প্রিন্ট মিডিয়া নির্বাচন কাভার করে থাকেন , সেখানে তারা শহর-গ্রাম, ভি আই পি-অতি সাধারণ ভোটার উপস্থিতি তুলে ধরেন, নির্বাচনে অনিয়ম , নির্বাচনের পর্যবেক্ষণ তুলে ধরেন কিন্তু এইবার প্রথম আলোর বিরুদ্ধ্বে কিছু মানুষ উঠে পড়ে লেগেছেন কারন এই নির্বাচনকে প্রথম আলো শুদ্ধ্ব নির্বাচন বলে প্রচার করেনি যে ফটোগ্রাফটি নিয়ে বলা হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গার কথা সেই ফটোগ্রাফে কিন্তু মুসলীম মহিলাও ছিলেন
দুঃখ জনক বিষয় হলো কিছু শিক্ষিত দুবৃত্ত্য , রাজনীতিক বারবনিতা তাদের দালালগণ দেশে বিদেশে সত্যের যে অপালাপ করছেন , তাদের দেখে লজ্জিত হই এদের মতো নীচ মানুষও বাংলাদেশে আছে , ভাবতে কষ্ট লাগে
এই ঘৃণ্য কাজ করার পেছনে আরো যে কারনটি হতে পারে তা হলো জামায়াতের নস্ট ইমেজ তুলে ধরা জামায়াত কে রাজনীতির বাইরে রাখতে এসবের কোন প্রয়োজন আছে বলে আমি মনে করিনা স্বাধীন বাংলাদেশের ধারণার সাথে তাদের বিরোধই যথেস্ট আমাদের রাজনীতি থেকে তাদের ছুড়ে ফেলতে এছাড়াও যুদ্ধাপরাধের যেসব অভিযোগে তারা অভিযুক্ত , তাতেই বাংলাদেশের মানুষ তাদের বর্জন করবে

মনে রাখতে হবে মিথ্যার বেসাতি অল্প দিনেরই হয় সত্যের জয় নিশ্চয় হয় আমার দৃঢআশা থাকবে আমরা যদি চার দশক পর যুদ্ধাপরাধিদের বিচার করতে পারি তবে হিন্দুদের উপর নির্যাতনকারীদেরও বিচার করতে পারবো
(অসমাপ্ত ...)

No comments:

Post a Comment