Saturday 26 August 2017

Divorce: Triple Talak (Islamic Divorce)





তিন তালাক, ভারতীয় সুপ্রিম কোর্ট এবং তালাক বিষয়ক রিফরমেশন ইন ইসলামিক সোসাইটি নিয়ে আমার ভাবনা প্রকাশ করবো আগামীকাল।

আমি চাইছি তিন তালাক নিয়ে আপনার ভাবনা আমাদের সাথে শেয়ার করুন। ইসলামিক কিংবা অতি সাধারণ একজন মানুষের পয়েন্ট অব ভিউ থেকে আপনি এই ডিসকাশনে যোগ দিতে পারেন। তালাকের অধিকার, প্রয়োজনীয়তা, একজন স্ত্রী বা মহিলার সম্মান, তার অধিকার এবং পুরুষ নিয়ন্ত্রিত সমাজ ব্যাবস্থা, তালাক বানিজ্য, হিল্লা বিয়ে ইত্যাদি আপনার আলোচনায় সংযুক্ত করতে পারেন অথবা এই বিষয়ে যেভাবে আপনি চান সেভাবেই আলোচনা রাখতে পারেন।

email me- arolee.ce@gmail.com

Thursday 24 August 2017

Saudi police detain 14-year-old boy for dancing in the street







মাত্র ১৪ বছর বয়স। তাকে শিশু বা কিশোর যাই বলেন না কেন, অন্তত তাকে খুনি, ডাকাত, দেশদ্রোহী, সমাজ বিনষ্টকারী বলবেন না কারন এসবের কিছুই সে করেনি। তাকে ফ্যাভিকলের আঠা বলা যাবেনা যার কারনে সবাই তার সাথে চিপকে যাবে... আর সে বব মারলেও না।
কি তার অপরাধ? সে রাস্তায় দাড়িয়ে কানে হেডফোন দিয়ে কমর দুলিয়ে দুটো ঠুমকা দিয়েছে। তার জন্মের অপরাধ সৌদিআরবে সে জন্মেছে। যেখানে মানবাধিকার নেই, মানুষের মর্যাদা নেই সেখানে কালচার আর ধর্ম রক্ষা জবরদস্ত ভাবে আছে। কালচারের নাম দিয়ে বাদশাহ ডোনাল্ড ট্রাম্পের সাথে তলোয়ার নিয়ে নাচতে পারেন কিন্তু দিন দাহারে এক কিশোর হেডফোন কানে দিয়ে সবার সামনে নাচতে পারবেনা। এক বছর আগের এক ভিডিওর জন্য তাকে ও তার বাবাকে লিখিত মুচলেকা দিয়ে শুদ্ধতার পথে হাটতে হবে। সৌদি নামের বদ রাষ্ট্রটিকে বিশেষ করে রয়াল ফ্যামিলিকে ইরাক আফগান বা সিরিয়ার মতো করে দিয়ে এবং ডোনাল্ড ট্রাম্পের দেয়াল দিয়ে এদের ঘেরে দিয়ে এদেরকে সেই ১৪০০ বছর আগে পাঠিয়ে দিলে পৃথিবী আরো সুন্দর হয়ে উঠবে।
নিন্দা এই রাষ্ট্রের মূক বধির আর কালা জনগণকে যারা আজ জালিম শাহীর বিরুদ্ধে দাড়াতে চাইছেনা। নাচ ও গাণ নিয়ে ইসলামের রিফরমেশন জরুরী। সময় বদলেছে, এই শতাব্দীতে রিলেভেন্ট থাকতে এখন ইসলামের ইন্টারপ্রিটেশন এবং এটিচ্যুডও বদলানো জরুরী।

Title Credit- The Guardian

Monday 21 August 2017

Lipstick Under My Burkha



সুদানের পার্লামেন্টিয় ইতিহাসে সর্বপ্রথম নারী সদস্য ফাতিমা আহমেদ ইব্রাহিম, কিংবা শ্রিমাভো বন্দরনায়েকে অথবা আমাদের খালেদা-হাসিনা এবং মালালা যে নামগুলো আমাদের আশার আলো দেখায় নারীমুক্তির, এর বাস্তবতা কতোটুকু?

Friday 11 August 2017

আজকে জনৈক ল’ইয়ার মাহমুদুল হক মুন্সির একটি পোষ্ট নিয়ে জানতে চাইলেন, আমি সেই পোষ্টটি পড়িনি। উনি জানালেন...
পরকিয়া নিয়ে মুন্সি যে লিখা লিখেছেন সেখানে নবী মুহাম্মদ য় উম্মে হানী এবং সেলিব্রেটি বিভিন্ন জন এবং বাংলাদেশের হুমায়ুন-শাওন, মজহার-রুপা জুটিও আছেন।
আমি বললাম দুজন প্রাপ্ত বয়ষ্ক মানুষের কনসেন্টে সেক্স বা রিলেশন নিয়ে আমার কোন ইস্যু নেই। পালক ছেলের বউকে বিয়ে করা নিয়ে যার যার কালচার অনুযায়ী মানুষ ভাববে, আমি আমার কালচার দিয়ে আরেক জনকে বিচার করবোনা তবে বলপ্রয়োগ ও বাল্য বিবাহ, শিশুকাম নিয়ে আমি প্রশ্ন তুলব, খুজবো আর জানতে চাইবো যেই খোদা ভবিষ্যত জানে সে কেন বুকিং দিয়ে রাখাতে গেলো?

ধর্ম বাড়ান, রিফর্ম করেন কিন্তু নিজেরটা সেরা বইলা ডিভাইন জোচ্চুরিটা করবেন না...

ভালো থাকেন, ভালো রাখেন...