Sunday 3 July 2016

বাংলাদেশে জিহাদী উন্মাদনার ভীন্ন পাঠ।



অবশেষে কাদম্বিনিকে যেভাবে মরিয়া প্রমান করিতে হইয়া ছিল যে সে ইতি পূর্বে মরে নাই তেমনি সারাবিশ্বে ডাক-ঢোল পিটিয়ে, ২৮জন মানুষের প্রাণ বলি দিয়ে স্বীকৃতি দিতে হলো হ্যা আমাদের দেশে জঙ্গিবাদের বিকাশ ঘটেছে। কেমন বিকাশ ঘটেছে তা জানার জন্য গত বছর তিনেক খুজলেই নাবালক-নাবালিকারাও বুঝতে পারবেন কিন্তু কতো জন এই জেহাদী চরমপন্থায় নিজেদের শেষ করে দিতে আসছেন তা হয়তো অতি উন্নত বিশ্বও তাদের দেশের বেলায় বলতে পারবেন না। গবেষক, বিশেষজ্ঞ, ইসলাম বিদ্বেষী কিংবা ইসলাম প্রেমিদের একটি অংশ জঙ্গিবাদের ইসলামিক ভার্সনের ব্যাপারে কথা বলে আসছেন কিন্তু সরকার বাহাদূর শুনছেন কই?! সরকার এতোদিন বিরোধী দলকে হেনস্থা করতে এবং বিরোধী দল সরকারকে কুপোকাত করতে বাঘ এলো বাঘ এলো বলে বলার মত করে জঙ্গিবাদের তকমা একে অপরের প্রতি ছুড়াছুড়ি করেছেন, জানতেই পারেননি জঙ্গিবাদ বাঘের রা তুলে শুকরের সূরতে এসেছে আমাদের দোর গোড়ায়। আমাদের দেশে আশি ও নব্বইয়ের দশকেও জিহাদী উন্মাদনায় আসক্ত লোকজন ছিলো। তারা পৃথিবীর যেখানেই মুসলমানদের অত্যাচার হচ্ছে বলে মনে করতেন সেখানে যাবার জন্য, প্রাণ দেবার জন্য ব্যাকুল হতেন, গর্জে উঠতেন। বাংলাদেশে ইসলাম কায়েম হবে এমন আশা তারা মুখে রাখতেন। এই অংশটির বেশীর ভাগের রাস্ট্র-সমাজ কিভাবে চলে বা আধুনিক সমাজ ব্যাবস্থা নিয়ে ধারনা কমই ছিলো।