Photo Blog.

৮-ই ফেব্রুয়ারী ২০১৩ঃ যুক্তরাজ্য গণ জাগরন মঞ্চের শুরু-


একাত্তরের কুখ্যাত ঘাতক কাদের মোল্লার ফাঁসীর দাবীতে বাংলাদেশের রাজধানী শাহবাগে ফুঁসে উঠে জনতা ন্যায় বিচারের জন্য। প্রতিবাদে প্রতিবাদে কেঁপে ওঠে সারা বাংলাদেশ। এই প্রতিবাদের অনলবর্ষী জাগরনের ঢেউ এসে লাগে এই সূদূর বিলেতেও। ৮-ই ফেব্রুয়ারী ২০১৩ তারিখে বিকেল ২ টায় লন্ডনে বসবাসরত বাংলাদেশী একে একে জড়ো হতে থাকে বিখ্যাত আলতাব আলী পার্কে। গগন বিদারী স্লোগানে স্লোগানে মুখরিত হয় সারা পূর্ব লন্ডন। একই দিনে এই যুদ্ধাপরাধীদের রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর পান্ডারাও এই সমাবেশ পন্ড করবার জন্য এই আলতাব আলী পার্কেরই এক কোনায় অবস্থান নেয় এবং শুরু করে চোরাগোপ্তা আক্রমন, ডিম নিক্ষেপ, পাথর নিক্ষেপের মত জঘণ্য কাপুরোষিত কর্মকান্ড। সেদিন দেশের ডাকে উপস্থিত ছিলাম আলতাব আলী পার্কের এই মহা সমাবেশে। এক সময় ধর্মের নামে মানুষকে জবাই করা ঘাতকের মৃত্যুদন্ডের দাবীতে সামিল হয়েছিলাম আরো শত শত মুক্তিকামী মানুষের কাতারে। এই দিনের কিছু ছিবি নীচে দিচ্ছি-











ট্রাফালগার স্কোয়ারঃ ২০১৩

ঐ একই বছরে অর্থ্যাৎ, ২০১৩ সালের এপ্রিল মাসেই আমরা প্রতিবাদে সামিল হই লন্ডনের বিখ্যাত ট্রাফালগার স্কোয়ারে। এই যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবীতে এবং তাদের রাজনৈতিক বাহিনীর নানাবিধ চোরাগোপ্তা হামলা, খুন, লুটতরাজ, পুলিশ হত্যা, সাধারণ জীবনকে বিপর্যস্ত করবার বিরুদ্ধে এবং সর্বপোরি বাংলাদেশ থেকে ধর্ম ভিত্তিক রাজনৈতিক যে কোনো কর্মকান্ড নিষিদ্ধ করবার তাগিদেই আমাদের এই সমাবেশের প্রয়োজন পড়েছিলো। সেই সমাবেসগের কিছু ছবিঃ









No comments:

Post a Comment