Sunday 12 February 2017

রবি বারের ভাবনা।



আজ সন্ধায় ঘুম থেকে উঠে কিছু কাজ করতে করতে ভাবলাম গাণ শুনি। ইউটিউবে শানে'র গলায় রবীন্দ্র সঙ্গীত খুব ভালো লেগেছে। গাণ শুনতে শুনতে মনে হলো আমি আমার শরীর উষ্ণ জলে ধুয়ে এলাম। আমার আব্বা আমায় প্রতিদিন সকালে কোরআন পাঠের জন্য বাধ্য করতেন। আমি বাধ্য হয়ে পড়লেও কিছু বুঝতাম না, তাই সেই পাঠ যে কি নিরানন্দের ছিলো তা ভাষায় প্রকাশ যোগ্য নয়। আমি অনেকের গলায় কোরআন শুনেছি কারো কারো পাঠ মোহময়। কিন্তু অর্থ না জানলে মোহ আর কতক্ষণ থাকে? আমি জানিনা যারা গীতা কিংবা বাইবেল বা তাল্মুদ পাঠ করেন তাদের বেলায়ও কি এমনটা ঘটে? আমাদের সমাজের যারা মুসলিম তারা তাদের নামাজে, জুমার খুতবায় কিংবা কোরআনে যা আছে তাঁর কতোটা জানেন? কিংবা এই জানার প্রয়োজনীয়তা টুকু অনুভব করেন কি না?


কথার ভেতরে কথা থাকে, যেভাবে থাকে মনের ভেতর মন তেমনি সুন্দর কিছু পাঠের মাঝে আছে অপ্রকাশিত ভয়ঙ্কর সুন্দর কিংবা অসুন্দর। তাই জাগতে হবে, দেখতে হবে আর প্রশ্ন করতে হবে।

Sunday 5 February 2017

চেতনায় গণজাগরণ।

গতকাল ছিলো কাদের মোল্লার প্রথম রায়ের দিন, গতকাল ছিলো গণজাগরণ মঞ্চের (শাহবাগ, ঢাকা, বাংলাদেশের) প্রথম দিন, গতকাল ছিলো এক নতুন দিনের সম্ভাবনার সূচনার সম্ভাব্য দিন, গতকাল ছিলো বাংলাদেশ বদলে যাবার অন্য আরেক রকম প্রথম দিন।
গতকাল আইসিএসএফ’র ফেইজবুক পেইজে শেয়ার করা শাহবাগের উপর নির্মিত একটি টাইম ল্যাপস ভিডিও আমি শেয়ার করলে আমার আজীবনের বন্ধু অলি আমার কাছে জানতে চেয়েছে আমার মূল্যায়ণ কি?
আগামী ৮  ফেব্রয়ারি  গণজাগরণ মঞ্চ লন্ডন,ইউ কে’র প্রথম দিন, পরিকল্পনা করে রেখেছিলাম একটা স্পেশাল রেডিও শো করবো। ঠান্ডা লেগে এই সপ্তাহে অনুষ্ঠান করার অবস্থা আর নেই তাই আগামী সপ্তাহে করবো কিন্তু এর মাঝে  আবার আমার রেডিও শো আর্টিকেল ওয়ান নাইন আসতে আসতে ৮ তারিখ চলে যাবে আর আমার বন্ধুর প্রশ্নের জবাবে আজকের এই লিখা।
শাহবাগকে মূল্যায়ণ করার আগে আমি নিজেকে একটি ছোট মূল্যায়ণ প্রক্রিয়ার মাঝে নিয়ে যেতে চাই, কিছু প্রশ্ন আমাকে করতে চাই? (প্রিয় পাঠক এই প্রশ্নগুলো আপনিও নিজেকে করুন এবং নিজেকে নিজের উত্তর দিন)
আমি যে ব্যাবস্থায় পড়াশুনা করেছি, আমি যে সমাজে বেড়ে উঠেছি, আমি যে সময়ে বসবাস করেছি, আমি যে রাজনীতির (ইসলামিক ও নন ইসলামিক)  স্পর্শে এসেছি  সেখানে আমাকে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, আওয়ামিলীগ, জামায়াত, রাষ্ট্র, সমাজ এসব কে সেখানে কিভাবে দেখা হয়, কিভাবে আমরা সেগুলোকে অবজার্ভ করেছি? আমি কি উদাস কিংবা হতাশ অথবা প্যাশনেট ছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধ, রাষ্ট্র, সমাজ, ধর্ম, রাজনীতি নিয়ে?