Challenge your Believe.

প্রথাগত ধর্মে আমার বিশ্বাস নেই। অপ্রথাগত ধর্মেও বিশ্বাস নেই। আমি এইসব ধর্ম টর্মকে অবিশ্বাস করি, অস্বীকার করি। একেবারে গোঁড়া মুসলিম পরিবারে জন্মেছি, আমার প্রাথমিক থেকে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক সকল চূড়ান্ত পরীক্ষা হয়েছে ধর্মীয় মাধ্যমে তথা ধর্মীয় শিক্ষা ব্যবস্থায়। ধর্মের আগা-পাশ-তলা আমার দেখা হয়েছে উচ্চতায়, দৈর্ঘ্যে আর প্রস্থে। সুতরাং আমার অবিশ্বাস এমন এক বিশ্বাসের মাধ্যমের সাথেই গড়ে উঠেছে যে এটি এখন আর এইসব হাস্যকলাপূর্ণ ধর্মীয় আচারে কিংবা পুস্তক দ্বারা ব্দলে দেবার স্থানে নেই। আমি একজন নাস্তিক এবং অবিশ্বাসী। এটি-ই আমার একটি বড় পরিচয়। ধর্মকে আমি এত কাছ থেকে দেখেছি ও অনুধাবন করেছি যে আমার আর বিশ্বাসের কিছু নেই।

ধর্মীয় ভাবাদর্শ, ধর্মীয় চিন্তা, ধর্মীয় ভাবনা আমাকে দোলা দেয় না বরং যাদের দোলা দিতে দেখি তাদের জন্য আমার করুনা হয় নিরন্তর।

এই অংশে আমি অবিশ্বাসীদের জন্য কিছু ভালো ওয়েব সাইটের ঠিকানা দিচ্ছি যাতে করে যারা আমার লেখা পড়বেন বা পড়ছেন তাঁরা যেন সেসব সাইটে গিয়ে বিজ্ঞান সম্পর্কে জানতে পারেন, ধর্মের কুসংষ্কার থেকে বের হয়ে আসতে পারেন তথা সুস্থ ভাবে বেঁচে থাকতে পারেন সে চেষ্টাই আমি করছি।

নীচে কিছু সাইটের লিংক দিয়ে দিচ্ছি-


http://www.atheismuk.com/forum/

http://www.atheistrepublic.com/


No comments:

Post a Comment