Saturday 23 February 2013

আজ এখানের আকাশে সুকান্তের চাদটি এসেছিলো ...
আমি তখনো নীড় হারা পাখিদের হয়ে ভয়ে ভয়ে গাইছিলাম ...
আমি পড়ে যেতে যেতে তোমাদের ধরতে চেয়ে পারিনি কিছুতেই ...
তুমি জানতে অবিস্বাসের এই দুটানায় আমি তোমাতেই ফিরে আসি ,
তবুও তুমি জানলেনা আবারো ঘরহীন আমি একদিন , তোমাকে মনে করেছিলাম ...

Wednesday 13 February 2013

এ কেমন বিচার, বিচারের নামে অবিচার...

সংখ্যাগরিষ্ঠ  সমাজ সংখ্যা লঘুদের উপর চাপিয়ে দেয় তাদের ধর্ম বিলাশ, যেমন আজান শুনতে বাধ্য করা, গরু নিধন, কিংবা মসজিদ থেকে অকথ্য ভাষায় অন্য বিশ্বাসের তুলোধুনা, নারীর উপর অন্যায্য বিধি নিষেধ আরোপ, আজান দিতে না দেয়া, বিশেষ প্রাণীর বধ নিষিদ্ধ, জাত পাতের নামে সেগ্রিগেশন, সমাজে রাষ্ট্রে কিছু অতি সুরক্ষিত পদ যাতে যেখানে বিশেষ শ্রেণীর অংশ গ্রহণ অলিখিত ভাবে নিষিদ্ধ।

একদিন আসবে যখন মানুষ নিজেদের চ্যালেঞ্জ করার সাহস করে উঠবে, প্রশ্ন করবে ঠিক তখনই ভেঙ্গে পড়বে বিশ্বাসের দালান। উড়ে যাবে মিথ্যা অসৎ ছলের ধর্মের আল খাল্লা।

আমি বেঁচে থাকতে চাই সেই দিন পর্যন্ত যেদিন মানুষ অনুধাবন করবে, এই ধর্ম ধর্ম নামের নৈতিক খেলার পেছনের গল্পে লিখা আছে ক্ষমতার নেশা, বেঁচে থাকার আশা আর প্রয়োজন নামের সকল উদ্ভাবনের মন্ত্র।