Monday 20 March 2017

‘তোরা প্রচন্ড সুশীল মাইরি...’





(বিশেষ টিপ্পনী)
এই লিখাটি অত্যন্ত সফট লাইট হার্টেড ফুল অব লাফিং গ্যাস। শুধু মজা নেবার পরামর্শ রইলো। কারো ঘোমটা কি কারো খেমটা কিংবা কার কি কাচ কলা খোয়া গেলো এইসব ভেবে ব্যাকুল হবেন না। এই সময়টা ফেইক নিউজ আর দেউলিয়া বিপ্লবীদের। এটা সম্পূর্ণ আমার কথা নয়, স্যার দোনা ট্রাম্পও অংশীদার।

“দেখ দোস্ত আমি কিন্তু আবুল বা পরিমল বিষয়টা তোকে বলবোনা।”
“স্যার আপুনি শিক্ষিত মানুষ, আমি কিন্তু আপনাকে ছোট লোক, কুত্তার বাচ্চা, হারামি এসব গালি দিচ্ছিনা, আমাদেরও মান সম্মান আছে, গালি দিবেন না...”

এই টাইপের কথা আমরা আমাদের চার পাশে বলার মতো লোক সব সময়ই দেখি। এদের মাঝে দুই ভাগ, এক ভাগে আছে নিতান্তই সহজ সরল আর অপরভাগে হাড়ে হাড়ে হারামজাদা চতুর লোকজন।

এমনই এক চতুর লোক ছিলেন মাহমুদুর রহমান, চিনতে পারেননি তাকে?

Sunday 19 March 2017

এবারের হোলির রঙের মাঝে বিনাশী এক রঙের উপাখ্যান।



গত রবিবার সন্ধ্যা ১২ মার্চ থেকে সোমবার সন্ধ্যা ১৩ মার্চ পর্যন্ত হোলি উদযাপিত হয়েছে। হোলি উদযাপনের সময় বাংলাদেশের কোথাও কোথাও বিশেষত ঢাকায় উশৃংখল তরুণ-যুবকদের হাতে নারী নিগ্রহের ঘটনা সংঘটিত হওয়ায় এবারই প্রথমবার হোলি নিয়ে অনেকের মাঝে ভীন্ন রকমের আগ্রহের সৃষ্টি হয়েছে। নিজেকে প্রশ্ন করে দেখলাম আমিও হোলি সম্পর্কে তেমন কিছু জানিনা, হিন্দি সিনেমা থেকে যা জেনেছি এই রঙ ছোড়াছুড়ি পর্যন্ত। এবারের হোলি উদযাপন সংশ্লিষ্ট আলোচনায় ধর্ম-শালীনতা, মুসলিম-হিন্দু ইত্যাদি বিষয় এসে যোগ হয়েছে। হোলি নিয়ে যে হোলিগানিজম শুরু হয়েছে বিভিন্ন পক্ষের মাঝে তাঁর অনুধাবনে হোলি সম্পর্কে সবিস্তারে জানা জরুরী। আসুন জানার চেষ্টা করি হোলি, সেই শুরু থেকে...


হোলি কি নতুন যোগ হওয়া বা কর্পোরেট বা পুজিবাদের চাপানো কোন নতুন আইডিয়া?

Friday 10 March 2017

Article One Nine - 5 March with Dr Abul Kalam Azad.

প্রিন্সিপাল হাবিবুর রহমান কিংবা মওলানা শফি অথবা এই পীর ঐ পীর বা বাবু নগরী ও আওয়ামীলীগের মাঝে সহবাসের নষ্ট বাষ্প আমরা আজকের বাংলাদেশে দেখছি তাঁর পেছনে আরো কিছু কথা আছে। ধর্ম সব সময় একটি লাভজনক ব্যাবসা মাধ্যম। এই মাধ্যম ব্যাবহারে সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘু উভয় শ্রেণীর একদল বুদ্ধি বেশ্যা (যৌন কর্মির পেশাকে নির্দেশ করা হয়নি) সবসময় তৎপর। এদের এই অপতৎপরতা তখনই সফল হয় যখন আমরা অজ্ঞান থাকি। প্রশ্ন করা থেকে বিরত থাকি।
আপনাদের অনেকের স্মরনে থাকবে তসলিমা নাসরীন তখন নতুন লেখিকা, বাংলাদেশে হাতে গোনা মানুষ তাকে চেনে কিন্তু হঠাৎ করে বাংলাদেশে সবাই তাকে চিনতে থাকে, জানতে শুরু করে তসলিমা ইসলাম নাশ করে দিচ্ছে। দেশের মানুষ কান নিয়েছে চিলে মনে করে সবাই চিলের পেছনে ছুটছেন্ দূর্বার গতিতে। আপনি জানেন কি এই উন্মাদনার কলকাঠি কে নাড়ছিলো সামনে ও পেছন থেকে? কাজির বাজার মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান (বুলবুলি) তাঁর সমমনা ধর্ম উন্মাদ্গণ। এই মানুষটি এক সফল আন্দোলন ও ভীতি এবং মিথ্যা, আধা সত্যের সুরেলা ধারেলা আক্রমনে সরকারকে নতজানু করে তসলিমা নাসরিনকে দেশ ছাড়া করেছে এবং নিজেকে ইসলামিক রাজনীতির অপ্রতিরোধ্য নেতা হিসেবে প্রতিষ্টিত করেছে।
এরাই আবার একজোট হয়েছে ভাষ্কর্য বা মূর্তি প্রতিরোধের নামে। মনে রাখবেন এরা বাংলাদেশের আইনকে ইসলামের আইন মনে করেনা যার কারনে তারা খেলাফত বা ইসলামিক রাষ্ট্র ব্যাবস্থা চান। আবার তারাই মানব রচিত আইনের বিচারালয়ের সামনে কি স্থাপন হবে বা না হবে তাঁর জন্য আন্দোলন করেন। বাংলাদেশে ভাষ্কর্য বা মূর্তির চেয়ে শক্তিশালী ইস্যু নিয়ে তারা চুপটি মেরে থাকলেও যেখানেই ধর্ম সুড়সুড়ির সুযোগ রয়েছে সেখানে তাদের অনুভূতি সজাগ হয়ে উঠে।
অপর দিকে এই রায় বা রয়, আমদার জামদার নামে একদল লামখোর সবার মাঝে বিশেষত সংখ্যায় কম এমন সম্প্রদায়, ধর্ম বা জাতীর মানুষের নাম করে প্রসাদ লুটতে শুরু করে। এরা সরকারের ব্যার্থতাকে মিনমিনে গলায় সমালোচনা করবে যা শুনলে মনে হয় উপরেরটাকে দখল নেবে আর নিচেরটাও কুড়াবে। এরা বলবে, কি আর করা প্রগতি ও মুক্তমনাদের শেষ আশ্রয় আওয়ামীলীগ। এরা আমাদের মুক্তিযুদ্ধের দরদীয়া সেজে ধান্ধা করতে নামবে।
ভাষ্কর্য কি হবে, কেমন হবে, হাসিনার কার্ভে হবে নাকি গাউন পরা রোমান মহিলা হবে এসব নিয়ে আলোচনা হতে পারে, দ্বিমত থাকতে পারে। কিন্তু এর মাঝে সব কিছু পেছনে ফেলে ধর্মকে সামনে নিয়ে এসে জল ঘোলা সন্দেহজনক।
রাষ্ট্র যেখানে ব্যার্থ সেখানে আমরা তাতে গা ভাসিয়ে নষ্ট হয়ে যেতে পারিনা, না জঙ্গি না এই সরকার ব্যাবস্থা আমাদের হীতে আসবে তাই নিজেদের মাঝে জ্ঞানের চর্চার বিকাশ ঘটিয়ে নিজের পরিবর্তন নিশ্চিত করে মোকাবেলা করতে হবে।
মূর্তি বা ভাষ্কর্য এবং ইসলাম নিয়ে কথা বলেছি একনিষ্ঠ ভাবে ইসলাম অনুসরণকারী ডঃ আবুল কালাম আজাদ এর সাথে। আমি উনার প্রজ্ঞাকে সম্মান করি এবং ইসলাম নিয়ে খোলামেলা আলোচনায় বিশ্বাস রাখাকে সাধুবাদ জানাই। আমার ও উনার রেডিও ইন্টারভিউ শুনতে নিচের লিঙ্কে ক্লিক করুন। আসুন ভালো থাকি, ভালো রাখি।




https://soundcloud.com/user-3652610/2017-mar-05-17-article-1-9

Article One Nine- 19 February with Abu Taher Tarek



আমি ও তারেক এক সাথে পড়াশুনা করেছি, তারেক আমাদের চেয়ে চিন্তার জগতের স্বাধীনতার ঘোষণা আগে দিয়েছে। মাদ্রাসায় পড়াশুনা করেছে, এরপর কলেজ-বিশ্ববিদ্যালয় হয়ে বিদেশে এসে ভীনদেশি ভাষা-কালচার নিয়ে পড়াশুনা করছে। আমি তাকে বেতার বাংলায় আমার রেডিও শো আর্টিকেল আইন নাইন অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলাম। তারেকের অনেক বক্তব্যের সাথে এমনকি এই ইন্টারভিউয়ের অনেক অংশের সাথে আমি একমত নই, কিন্তু এই দ্বিমত আমাকে তাঁর কন্ঠকে রুখে দিতে উৎসাহিত করেনি। অনুষ্ঠানের কন্টিনিউটি বা সময়ের কলেবর মাথায় রেখে আলোচনা এগিয়ে নিয়ে আমাদের কথার বলার পৃথিবীটা অবারীত রেখেছি।

আলোচনায় আপনিও যোগ দিন, আপনাদের জন্য ৩ পর্বের আলোচনা তুলে দিলাম।, কথা চলুক আর কাজের জন্য মানুষ জেগে উঠুক...


https://soundcloud.com/user-3652610/2017-feb-19-article-1-9-part-1


https://soundcloud.com/user-3652610/2017-feb-19-article-1-9-part-2


https://soundcloud.com/user-3652610/2017-feb-19-article-1-9-part-3