Monday 26 October 2015

অমিমাংসিত আলেয়ার ভ্রম...

পাড়ার মসজিদের মাইকে, ঈদে-চান্দে, শুক্রবারের দুপুরে কিংবা আমার ক্লাসে, সুরেলা কন্ঠের সিজনাল ওয়াজের দরাজ গলায় শুনেছি যেই গল্প আজ তা কথা প্রসঙ্গে সেলিব্রেটি এক ব্লগারের সাথে দোহরালাম... আগেও প্রশ্ন করেছি, মা বলতেন, বাবা আমার পারেনা এসব বলতে, আল্লাহ বেজার হন... আমার আব্বা আফসোস করতেন মানুষ হলাম না এই দুঃখে...ক্লাসের টিচার বলতেন, নাউজুবিল্লাহ। আর বাকি সবাই বলতেন, সব বিষয়ে প্রশ্ন করতে হয়না ! একদিন আল্লাহ মিয়া ফেরেশতাদের ডেকে বললেন, আমি মানুষ বানাবো। ফেরেশতাগণ বললেন, হে পরোয়ারদেগার আপনি কি এমন প্রাণী বানাবেন যারা আগের সৃষ্টির মতো মারামারি কাটাকাটি করতো ?!

Monday 5 October 2015

সবি কলির খেলা! কি কন?

আমার মায়ের কাছে শুনেছি, সকাল বেলা বাড়িতে যদি কাক এসে ডাকতে থাকে তবে নাকি অতিথি যোগ হয়। শত শত বছর ধরে চলে আসা এই সব মিথ সত্য কি মিথ্যা তা বিবেচনার দিকে গেলাম না তবে আমি দেখেছি যখন কোন কাক মারা যায় মৃত কাকের কাছা কাছি এসে কা কা রব করতে থাকে। হয়তো এটি তাদের শোকের ভাষা। এই সকালে কাক নিয়ে কেন পরলাম ? আপাতত মনে রাখেন কাক কাকের মাংশ খায়না ( প্রচলিত ধারণা)। বাংলাদেশের শহরাঞ্চলে বসবাসকারী মানুষদের কাছে ব্লগার শব্দটি এখন বেশ ভালো ভাবে পরিচিত...অন্তত বলগার হিসেবে হলেও...