Tuesday 17 February 2015

রাহী এ নহে সমাধান...


আমি বলি, যতো পারেন নবী মুহাম্মদ কে নিয়ে সমালোচনা করেন, আলোচনা করেন তাতে একজন মুহাম্মদের কিছুই আর বাড়বে বা কমবে না। তিনি একজন মানুষ ছিলেন, উনার বিশ্বাসের অনুসারীদের কাছে তিনি একজন নবী ছিলেন। 

সকল আলোচনা আর সমালোচনার ভীত্তিকে দুই ভাগে ভাগ করে আলোচনা করলে মানুষ দিকভ্রান্ত হবেনা।


১। বিশ্বাসীর আলোচনা। (সমালোচনার অবকাশ নেই )


২। অবিশ্বাসীর আলোচনা বা সমালোচনা। (অর্থহীন, কারন যদি আপনার বিশ্বাস না থাকে তবে লেট ইট গো আজ ইট ইজ আর যদি আপনি হিটখোর হোন তবে সবচেয়ে সহজ গাড়িতে চড়েছেন)

সহজ কথা

আমি বলি, যতো পারেন নবী মুহাম্মদ কে নিয়ে সমালোচনা করেন, আলোচনা করেন তাতে একজন মুহাম্মদের কিছুই আর বাড়বে বা কমবে না। তিনি একজন মানুষ ছিলেন, উনার বিশ্বাসের অনুসারীদের কাছে তিনি একজন নবী ছিলেন। সকল আলোচনা আর সমালোচনার ভীত্তিকে দুই ভাগে ভাগ করে আলোচনা করলে মানুষ দিকভ্রান্ত হবেনা।

১। বিশ্বাসীর আলোচনা। (সমালোচনার অবকাশ নেই )

২। অবিশ্বাসীর আলোচনা বা সমালোচনা। (অর্থহীন, কারন যদি আপনার বিশ্বাস না থাকে তবে লেট ইট গো আজ ইট ইজ আর যদি আপনি হিটখোর হোন তবে সবচেয়ে সহজ গাড়িতে চড়েছেন). 

প্রিয় বিশ্বাসীগণ, নবীর জীবনকাল কে আলোচনার/গবেষণার/প্রচারণায় আপনাদের ব্যার্থতার কারনে সুফিজমের নামের গাঞ্জা পার্টিদের দৌরাত্মে, ইসলামের নামে বিভীন্ন গোত্র/মত/দলের অজ্ঞানতায় ইসলাম আজ নিউ ফ্যাসিজমের/ক্যাপিটালিষ্টদের মাছি ডেকে ঝগড়া বাধানোর হট কেক তাই কব্জির ভাষা পরিত্যাগ করে মুখের ভাষায়, প্রজ্ঞার সাথে কথা বলুন। জ্ঞান ও গবেষণায় আত্মনিয়োগ করুন।

কোরেশরা/মদীনার ইহুদীরা যা করেছে বলে আপনারা প্রচার করেন তার চেয়ে এখনকার পেইড এজেন্টগণ বেশী কিছু করছেনা তাই আপনার কোরআন ও হাদীস দেখে শিখে রিএক্ট করুন।