Sunday 1 November 2015

অন্তঃহীন নীরবতার কুৎসিত উদগীরন

এই লিখাটি একটি কাল্পনিক চিত্রের উপর ভিত্তি করে লিখা। এতে উল্লেখিত কোন নাম, প্রতিষ্ঠান, বা ঘটনা সে অতীত, নিকট অতীত কিংবা ভবিষ্যতের সাথে মিলে গেলে তথ্য প্রযুক্তি আইন কিংবা নানা অনূভুতিতে আঘাতের অভিযোগে লেখককে দায়ী করার প্রচেষ্টা উদ্দেশ্য প্রনোদীত বলিয়া বিবেচিত হইবে। লিখার সাথে বাস্তবতার মিল যদি আপনি পেয়ে যান তবে জেনে রাখুন তা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলোনা, ছিলোনা জিয়ার আদর্শে কিংবা কোরান-বাইবেল-গীতা- বা যা যা সব আছে তাতে এঁর কোন নির্দেশনা। ইটস আ ফিকশনাল ওয়ার্ক। সবই কোইনসিডেন্স... যেখানে ডায়ালগ মিসিং সেখানে আপনার কন্ট্রিবিউশন উইল বি এপ্রিসিয়েটেড...

ক্রিং ক্রিং... ক্রিং ক্রিং (সরকারী কোন অফিসের জন্য এরচেয়ে স্যুইটেবল সাউন্ড ভাবা গেলোনা)

হ্যালো...
হার হাইনেস হিঁস ম্যাডাম কথা বলবেন...
ইয়েস ম্যাডাম, বান্দার খেদমত হাজির।
ইয়েস আপ্পা, নো সিয়াপ্পা।
জি মুহতারামা, তাকলিফ নেই, বালা মুসিবত দূর হয়ে যাবে।
ইয়েস লীডার, কই যাবে? মায়ের পেট থেকে লাথি দিয়ে বের করে আনবো।
ইয়েস ম্যাডাম, এবরিথিং আন্ডার কন্ট্রোল...
জি লীডার, অল ইজ অয়েল...