Saturday 29 October 2016

রবিবারের ভাবনা।


আগামীকাল রবিবার, আমি বললেও রবিবার না বললেও রবিবার। বলা বা না বলা কিংবা মানা-নামার প্রশ্নে, কি হবে বলে বা লিখে এই হতাশায়, এত শত ঘটনার ঘন ঘটায় কিংকর্তব্য বিমূঢ় আমি ফেইস বুকে আসা একরকম ছেড়েই দিয়েছি। মানুষ যেকোন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেয় দ্রুত কিংবা নিজের জন্য নিজের মত করে নিজ পৃথীবি গড়ে নেয় খুব সহজে কিংবা সংগ্রাম করে।
আমি আমার জন্য একটা জগতে অনেক দিন থেকে বস্ত করে চলেছি। আমার রেডিও, আমাদের বেতার বাংলা  http://www.betarbangla.net/ এই কমিউনিটি রেডিতে একটা অনুষ্ঠান করি, ‘আর্টিকেল ওয়ান নাইন’ নামে প্রতি রবিবার বিকেল ৫-৬ পর্যন্ত। আমি প্রতি রবিবারের জন্য অপেক্ষা করি। রবিবারের জন্য এই দেশ, বিদেশ, বাংঙ্গালী-অবাঙ্গালী, মানুষের অধিকার চিন্তার, বলার, কিছু করার, কিছু মানার বা না মানার অধিকার অথবা মাথা তুলে প্রশ্ন করার, যেকন অথরিটির সামনে বা বিপক্ষে...রবিবার আমার প্রিয়, অনেক প্রিয়। মাঝে মাঝে নানা কারনেই বাধ্য হয়ে রবিবারকে আমার ফাকি দিতে হয়, আমি সেদিন দুঃখিত থাকি, বিরক্ত থাকি। আমাদের ফেইসবুক পেজ https://www.facebook.com/ArticleOneNine/  তেও প্রায়ই লিখা হয়ে উঠেনা। অলসতা আর হতাশা দখল করতে চায় আমায়, আমি তাদের পরাজিত করতে চাই, মাঝে মাঝে পরাজিত করিও...
এইতো গত রবিবারে সব গুছিয়েছি একেবারে শেষ মুহূর্তে এসে বাতিল করতে হলো আমার প্রতিক্ষার রবিবারকে...
মাঝে মাঝে মনে হয়, আমি পারছিনা, কত বিষয় রয়ে গেলো যা নিয়ে কথা বলা হলোনা, কেউ বলছেনা অথবা যেভাবে বলছে তার অন্য আরো ছবি আছে যার পেছনে আরও কথা আছে...কিংবা সেই প্রশ্ন গুলো করাই হলোনা যার জন্য আমি সব ছেড়েছি...
গত সপ্তাহের আগের সপ্তাহে ফয়যুরকে নিয়ে কথা বলেছি, আমার দেশ-রাষ্ট্র, সমাজ ফয়যুরকে গ্রেফতার করতে হন্যে হয়ে খুজে ফেরে কিন্তু যে প্রিন্সিপাল হাবিবুর রহমান জেহাদের রোমান্টিসিজিম ছড়িয়ে দিয়েছেন অতি দরীদ্র শ্রেণী থেকে আসা মাদ্রাসা ছাত্রদের মাঝে তাদের সাথে ক্ষমতার কাগজি সঙ্গম করে।