Monday 5 May 2014

আমি এমনই , যেমন আমি ।

আমি এমনই , যেমন আমি ।
 মৃত্যু নিয়ে এক রোমাঞ্চকর ভাবনার মধ্য দিয়ে কয়দিন পার করলাম । না না আমি অসুস্থ ছিলাম না , কাছের মানুষদের মৃত্যু আমায় ব্যাস্ত করেছিলো । তবে আমি মরে যেতে চাইনা এবং মৃত্যুর সামনে অসহায় ভেবে ব্যাকুল ছিলাম ।
কিছু কাল আগে জেনেছি , এক মা গল্পের মতো করে কেদে কেদে তার চোখকে ঝুকিতে ফেলেছেন , আমি মনে করে এটি অর্থহীন একটি কাজ । হয়তো তার চোখের সমস্যা স্বাভাবিক ভাবেই এসেছে ।  সন্তানের বিচ্ছেদ না নিতে পারার কিছু নেই এবং নিজেকে যন্ত্রণায় ফেলার কিছু নেই ।
এই পৃথিবীতে আমরা নিজের জন্য বাচি । কারো অবস্থান বা প্রস্থানে আমাদের মানষিক শুন্যতাকেই প্রভাবিত করে ।
অনেকেই বলে থাকেন , এসব তুমি বুঝবেনা , মা হও বা বাবা হও তবে বুঝবে ! আমি বলি তাতেও কি নিরাপত্তা আর শুন্যতার তত্ত্বকে বাতিল করে দেয়া যাবে ? না, যাবে না ।
এই বেলাতে  বাবা , ভাই-বোন, বন্ধু এবং সকল রকম প্রমিকাদের আলাদা করে বলার কিছু নেই ।
হুমায়ুন আহমেদের মৃত্যু নিয়ে ভয়ঙ্কর সুন্দর ভাবনা গুলো চমতকার । খুব জানতে চাই , কেন মানুষের আয়ুষ্কাল এতো কম ?
বিচিত্র এক প্রাণী মানুষ , এর যতো কাছে আসা যায় ততো তার কদর্যতা আর সৌন্দয্য অন্য মানুষকে দখল করে ।