Sunday 10 September 2017

Lilu and Sir God...

লীলু ও ঈশ্বর মহোদয়...














(সত্যেরও উর্ধ্বে নিখাত সত্য থেকে প্রেরণা নিয়ে এই গল্পের সৃষ্টি)।
জিগজ্যাগ রোড যে কি তা আমি এই ক্যান্টনমেন্ট এরিয়াতে না আসলে এতোটা হয়তো বুঝে উঠতে পারতাম না। পাকা যে সড়কটি খালের প্যারালালি চলে গেছে ভেতরে অনেক ভেতরে যেমন দুষ্ট ছেলেরা লুকোচুরি খেলতে খেলতে কোথায় কোথায় কোন কোঠায়, আরালে বা কোন ডিবিতে বা ঝোপঝাড়ে হারিয়ে যায় তেমনি এই রাস্তাটিও চলে গেছে পাহাড় কে কখনো পাশে নিয়ে কিংবা পিছনে ফেলে। ফায়ারিং রেঞ্জের শুরুর সীমানা থেকেই পাহাড় ও কোমল হালকা শীতল আবেশ টা হারিয়ে যায়।  জীবরাঈলের দুটি ডানার মতো করে দুপাশে খোলা ফসলের মাঠের মধ্যখান দিয়ে পাহাড়ের আড়ালে হারিয়ে যাই এই সড়কটি। ঠিক সেই সড়কের মোড়ে যেখানে ফায়ারিং রেঞ্জের শেষ ও সবচেয়ে বড় ফায়ারিং বে’টি দাঁড়িয়ে আছে সেখানেই লীলুর সাথে আমার দেখা।