Sunday 13 September 2020

ইয়ে আজাদি ঝুটা হ্যায়…

 



অনেকদিন পর লিখতে বসলাম। বাংলায়, মনে যে কথা আছে, যেখানে ক্ষোভ আছে, আছে হতাশা, থাকে আশা আর অলসতার এবং ভয়ের বাস্তবতা। আপনি যখন এই লিখা পড়ছেন তখন আপনার আর আমার মনোজগতের এক বোঝাপড়া হচ্ছে, নেগেটিভলি বা পজিটিভলি জাজমেন্টাল হচ্ছি বা হবো আমরা।

আমি ভীত। আমি উদাসীন এবং অলস।   এই ভয় আমার জন্য নয়, যারা আমার চারপাশের মানুষ তাদের জন্য। তারা আমায় ভালোবাসেন, পসন্দ করেন, আমাকে জানেন সেটাই হবে তাদের অপরাধ।

কতো কিছু বলার ছিলো, কতো কিছু সামনে এসেছিলো কিন্তু আমি স্বার্থপর বা অলসতা এবং ভয়ের কারনে এড়িয়ে গেছি, আগে ইগনোর করতাম কি হবে লিখে ভেবে, এরপর ভয় এসে তাকে দখল করেছে। এই ভয়ের জন্ম শৈশবে। পরিবারে, সমাজে, মসজিদে, খেলার মাঠে, স্কুলের বইয়ে, লজ্জা নামের মগজ ধোলাইয়ে, ধর্ম নামের অব্যাখাকৃত কল্পনার, প্রশ্নহীন মস্তিষ্কে। কিন্তু অদ্ভত বিষয় হলো এই ভয় আপনাকে মুক্তি দেয়না, মনের ভেতরে বাজতেই থাকে তুমি কাওয়ার্ড, তুমি লেজি, ইভেইসিভ…আর বলতে থাকে তোমাকে আশা বাধতেই হবে, বলতে হবে, লিখতে হবে। এটলিষ্ট এটুকু তোমাকে করতেই হবে…

কারন, এই স্বাধীনতা, এই বেচে থাকা অর্থহীন, অসত্য।