Friday 20 June 2014

আর কতো হে আর কতো ?

আমি যদি লেখক হতাম তবে হয়তো বলতে পারতাম, আমি রাইটার ব্লকে ভুগছি কিন্তু না আমি এর চেয়ে ভয়াবহ এক অসুস্থতায় সিন গুজরান করছি যা' হোক আমার চারপাশে , আমি শুধুই চোখ মেলে দেখে ফিরছি কোন বিকার নেই মাথায় একটা মায়া বাণী ঘুরছে , let it go , olee... let's say, let it go n then what ???
প্রতিদিন এতো ঘটনা ঘটছে যে, আর বিশ্বাস করতে পারিনা , সব কিছু নস্টদের দখলে যায়নি ...
একটি দেশের জন্য দুস্ট শাষক আর বদ শাষণ সবচেয়ে বড় অভিশাপ ...আর এই বিনাশের জ্বালানী হলো বুদ্ধি বেশ্যা জ্ঞান পাপী দুপেয়ে মানোয়ার

আপনারা হয়তো অনেকেই জানেন , পাকিস্তানে প্রচুর বাঙ্গালী বসবাস করেন এদের অনেকেই ইচ্ছার বিরুদ্ধে বাস করছেন সেই পাকিস্তান আমলে একটু অর্থনীতিক স্বচ্ছলতার খোজে স্বজন আর স্বদেশ ছেড়েছিলেন জানিনা কতোটা স্বচ্ছলতা বা সুখের দেখা তারা পেয়েছেন জানতে পেরেছি আমাদের মুক্তিযুদ্ধের পর খুবই মানবেতর জীবন যাপন করছেন তুলনায় নিলে ঢাকার বিহারীদের চেয়ে ভালো কিছু নেই আমাদের স্বজাতী প্রেম কি বাকহীন হবে যদি আমাদের বাঙ্গালীগণ পৈশাচিক নির্যাতনের শিকার হন কথা গুলো

আমি জানি না , আপনারা কতোটা দেখেছেন কিন্তু আমি দেখেছি বাংলাদেশের মানুষ কতোটা খেটে দিন গুজরান করে , আমি কোন ভাবেই মেনে নিতে পারিনা এদের যুগের পর যুগ অর্থনীতিক দাসত্বের পরও এদের জন্য কোন সরকার ব্যাবস্থার প্রয়োজন আছে
অতি সাধারণ মানুষের কন্ট্রিবিউশনের রাস্ট্রের সম্পদ আর সম্পত্তি লোপাট হচ্ছে , দেখার কেউ নেই মন্ত্রী-আমলা সরকারে থেকে জনগণের সম্পদ বিলিয়ে বেড়াচ্ছেন নিজ শালা গোষ্টীদের মাঝে , সীমান্তে মানুষ মরে পড়ে থাকে তা নিয়ে সরকার বেয়াই-বেয়াইন খেলা খেলে যাচ্ছে,
সরকার যখন বিমাতা সূলভ আচড়ন করে ফিরছে ঠিক তখনই বিরোধী দল গুলো ' আরো একবার মেরে দেখ ' কিংবা আমি কিন্তু ঘুমে আছি মন্ত্র জপে দিন-রাত করছেন
ভাবছেন, এসব আর নতুন কি ?
না, নতুন না তবে আর সহ্য করা চলে না , এতো দিন যুদ্ধাপরাধের বিচার , মুক্তিযুদ্ধের স্বপক্ষ , আরো হেন তেন বলে মন কে ভুলেয়েছি ... আর নয় , হয় পুরোপুরি মানুষ হবো নতুবা মানোয়ার হয়ে জানোয়ারের অসম্মান আর নয়
সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় বিচার বিভাগীয় কিংবা সিস্টেমেটিক হত্যা , দখলদারী , পেশির রাজনীতি আর নির্দিষ্ট শ্রেণী-গোষ্টীর লিপ্সার বলি আর নয়