Wednesday 29 January 2014

আম আদমীদের কিছু হবে কি ?

(জমিয়ে রাখা বাসি একটি লিখা ...)

সংবিধিবদ্ধ সতর্কীকরণ ছাড়াই জানানো যাচ্ছে যে, এই লিখা পড়ার আগেই বিবেচনা করে নিন , আপনি কি আওয়ামী প্রাণী কিংবা বিএনপি প্রাণী , যদি হোন তবে জগতের কোন আলোচনাই আপনার জন্য নয় ...
অতি সম্প্রতী , ভারতের দিল্লীর মসনদে আম আদমী পার্টি আরোহন করেছে , দক্ষিণ এশিয়ার উন্নয়ণশীল, দূর্নীতিগ্রস্থ দেশ গুলোর জনগণ এই নিয়ে স্বপ্ন দেখছেন যদি তাদের দেশেও এমন আম আদমী পার্টি হতো ? জানিনা কতো জন এই স্বপ্ন দোষে বা গুনে আলোড়িত বা ব্যাথিত হবেন ? তবে কিছু কথা বলা যায় যাতে কারোরই কিছু আসবে বা যাবে না ...
বাংলাদেশ, চার দশক এর বয়স সরকার আসে যায় , পরিবার তন্ত্র মজবুত হয় , গরীব ধণীর পার্থক্য সমাজে ধনীক শ্রেণীর পক্ষে ব্যাস্তানুপাতিক হারে বেড়ে চলে, গুণগত শিক্ষার নামে লবডঙ্কা হয়, মৌলিক অধিকার সভা সমিতীতে শোভা বর্ধন করে, যুক্তিহীন বিরোধে দেশ বিভক্ত হয়ে থাকে আর জনগণ ভাবতে থাকে একদিন মিরাকল ঘটবে , মুক্তি ঘটবে মানুষের
আশা জাগা ভালো , দূরাশা নয় গণজাগরণ মঞ্চ রাজনীতিতে আসছে , এমন খবরে যতো রকমের অভিব্যাক্তি সম্ভব তা মানুষ প্রকাশ করে ফেলেছে হয়তো এটিই স্বাভাবিক ! এবার শুরু হলো দল স্বার্থ - ব্যাক্তি স্বার্থ আর আশা ভঙ্গের খেলা হিসেব নিকাষ তো হয়েই গেছে , ভ্রস্ট্রাচারের, বেনিয়াদের, পারিবার তন্ত্রের কোমল গদি হারানোর জ্বালা ! সুতরাং প্রশ্ন এখন একটাই কে জায়েজ , কে নাজায়েজ , কে হালাল হলো , কে হালাল করলো ? গণজাগরণ মঞ্চের উপাক্ষ্যান , জন্ম যৌক্তিকতা এবং তাদের সম্পর্কে এই পর্যায়ে সিদ্ধান্ত নিতে চাইনা যদি তারা বাংলাদেশের রাজনীতিতে আসেন , তবে তারা তাদের সাংবিধানিক অধিকার বলেই আসছেন সুতরাং তা নিয়ে আলোচনা অর্থহীন

যা চোখে লাগার মতো তা হলো, অনেকেই এখন গণজাগরণ মঞ্চের সাথে তাদের একাত্মতা নিয়ে নিজেকে বিব্রত বোধ করছেন , কারণ তাদের আওয়ামী ইমানী স্বার্থে এবার ঘা লাগার সময় হয়েছে , অনেকে ঝাল মেটাচ্ছেন এই বলে যে আওয়ামীলীগের টেক্কার তাশ হাত ফসকে গেছে তাই আনন্দ অনেককে দেখেছি হাস্যকর দাবী নিয়ে চুলোচুলি করতে , ইমরান হে/এইচ সরকারের পাঞ্জাবী আর ফ্ল্যাটের হিসাব নিয়ে ক্লান্ত হতে আপনার অধিকারে যা আছে তা আপনি চাইতেই পারেন তবে দয়া করে নিজে আগে রাস্ট্র বা সরকার  আর বিবেক যে প্রশ্ন গুলো করে তার উত্তর দিয়ে আসেন তবে প্রশ্ন , বিশ্বাসের ভিত্তি পাবে অবশ্যই স্বীকার করতে হবে যে , প্রশ্ন করার কালচার ভালো মানুষ দেখেছি , নিজের স্বার্থে চেতনার ফেরিয়ালাদের দেখেছি নিজের স্বার্থে মুক্তিযুদ্ধকে লেভেল করে , যুদ্ধাপরাধের বিচারকে পুজি করে , গ্ণজাগরণ মঞ্চের নাম ধার করে , সংখ্যালঘু নির্যাতন প্রতিবাদের নামে বাংলাদেশ কে কলংকিত করে নিজের প্রবাস কে স্থায়ী করার মাতালদের দেখেছি এবার থামো বন্ধু , তোমার ঘোমটা খুললো বলে ...শিঘ্রি তোমাদের কে উন্মোচিত করা হবে জনতার দরবারে...শব্দ ছবিতে ...

No comments:

Post a Comment